সিনিয়র করেসপন্ডেন্ট …
খুলনার প্রয়াত কবি-সাহিত্যিকদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘তোমারে দেবনা ভুলিতে’ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল চারটায় উমেশচন্দ্রে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কবি হাফিজুর রহমান। মুখ্য আলোচন হিসেবে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক অধ্যাপক বিভূতিভূষণ মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু।
আয়োজক কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে সব কবি, সাহিত্যিক ও শিল্পীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কবি ও গল্পকার আইনুল্লাহ পারভেজ এবং কবি ও আবৃতিশিল্পী কামরুল কাজল।
খুলনার প্রয়াত কবি-সাহিত্যিকদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আজ
