নিজস্ব প্রতিবেদক……
খুলনার ফুলতলা উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ উল্লাহ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদর মোড়লপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু মোহাম্মদ উল্লাহ ওই এলাকার ইজিবাইক চালক মুকুল খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মোহাম্মদ উল্লাহ। একপর্যায়ে সে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। ঘণ্টাখানেক পর ওই পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন লোকজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।