আদালতে অপহরণের কথা স্বীকার করলেন রহিমা বেগম

hgfh-20220925210603.webp

নিজস্ব প্রতিবেদক…….

আদালতে অপহরণের কথা স্বীকার করলেন রহিমা বেগম (৫২)। রোববার সন্ধ্যা ৬টার দিকে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: আল আমিন তার জবানবন্দি নেন। বাদী পক্ষের আইনজীবী আফরুজ্জামান টুটুল জানান, ভিকটিম আদালতকে তার অপহরণের বিষয়ে জানান। জমিজমা নিয়ে যাদের সঙ্গে বিরোধ ছিল তারাই তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান। সেখান থেকে তিনি ফরিদপুরে আসেন। মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে চার-পাঁচজন অপহরণের সঙ্গে জড়িত।

জবানবন্দি শেষে চিফ মেট্রোপলিটন আদালত-৪ এর বিচারক সারোয়ার আহমেদ মামলার বাদী রহিমা বেগমের ছোট মেয়ে আদরি খাতুনের জিম্মায় তাকে হস্তান্তর করেন।

শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী থেকে মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে উদ্ধার করে পুলিশ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তিনি ফরিদপুরের বোয়ালমারীর কুদ্দুসের বাড়িতে অবস্থান করছিলেন। কুদ্দুস এক সময় খুলনার জুট মিলে চাকরি করতেন ও রহিমা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

গত ২৭ আগস্ট রাতে রহিমা বেগম নিজ বাড়ি থেকে নিখোজ হন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top