বিজ্ঞপ্তি: খুলনায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ কর্তৃক নবীন আইনজীবিদের শনিবার সকালে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হতে বার কাউন্সিল পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: বজলার রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক ও আইন বিভাগের প্রধান হাসিবুল হোসাইন সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত সিনিয়র সহকারি জজ ড. মো: আতিকুস সামাদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাগেরহাট শিশির আহমেদ বেলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ।
আহবায়ক ছিলেন সহকারি অধ্যাপক আইন বিভাগ আরজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে অতিথি ও বিচারকবৃন্দ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্যবহুল এবং আইনের বাস্তবমুখী প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।