অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় গণতন্ত্র মঞ্চের মানববন্ধন

1663408118.0.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট………
অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে গণতন্ত্র মঞ্চ খুলনা মহানগর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অনাহারে থাকছে। ফলে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এ অবস্থার অবসানের লক্ষ্যে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বক্তারা আজকের রাজনীতিতে খেলা হবে এ ধরনের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক বক্তব্য পরিহার করার জন্য বৃহৎ দুটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানববন্ধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। বক্তব্য দেন- নগর নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাভোকেট ড. মো. জাকির হোসেন, নগর জেএসডির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা স ম রেজাউল করিম, গণ সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল ও জেলা জেএসডির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বাবলু।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top