চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

1662466186.adalot.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট..
খুলনার বটিয়াঘাটায় মৎস্য ঘেরে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি দেওয়ার মামলায় ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ ও তার ভাই অহিদুল শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার এজাহারভুক্ত ২৯ জন আসামি জামিন আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জমান ২৭ জনের জামিন মঞ্জুর করেন।

তবে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৩৮৫ ও ৩০৭ ধারায় অভিযোগের সুষ্পষ্ট প্রমাণ থাকায় তাদের কারাগারে পাঠান আদালত।

মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. শাহআলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর লক্ষ্মীখোলা মৎস্য চাষী সমবায় সমিতির সদস্য কাকন বয়াতি বাদী হয়ে ২৯ জনকে আসামি করে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই দিন পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও সাব্বির নামে দুই আসামিকে গ্রেফতার করে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top