খুলনায় নাশকতার মামলায় বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

courtt-20220901180255.webp

নিজস্ব প্রতিবেদক….
খুলনায় পুলিশের করা নাশকতার মামলায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদসহ ৪৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওহিদুজ্জামান শিকদার এই চার্জগঠন করেন।
জানা যায়, ২০১৭ সালের ১২ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সরকার উচ্ছেদ, কেপিআই এলাকায় ধ্বংসাত্মক কার্যকলাপ ও নাশকতার উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ। সোনাডাঙ্গা থানার এসআই সজিৎ কুমার বিশ্বাস বাদী হয়ে করা মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়।
২০১৮ সালে ১৫ অক্টোবর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন সোনাডাঙ্গা থানার এসআই রহিত কুমার বিশ্বাস। এতে সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদসহ ৪৮ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।
অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ধারা অনুযায়ী বিচারের জন্য মামলাটির অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট লুৎফুল কবির নওরোজ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top